পরকীয়ার জেরে হত্যা: নড়াইলে একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ইসমাইল হোসেন ঠান্ডু সরদারকে হত্যার দায়ে পলাশ মিনা নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পরকীয়া প্রেমের জেরে এ ঘটনা ঘটেছিল। পলাশ ইতনা মধ্যপাড়ার শাহাজাহান মিনার ছেলে। এছাড়া ৫০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাশ মিনা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় ভূক্তভোগী ইসমাইল হোসেন ঠান্ডু সরদারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় আসামি পলাশ মিনা। রাতে ঠান্ডু সরদার বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরেরদিন দুপুরে ইতনা বালিকা বিদ্যালয়ের পাশের ক্ষেত থেকে ঠান্ডুর লাশ উদ্ধার করে পুলিশ। আসামি পলাশ মিনা ভূক্তভোগী ঠান্ডু সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত ঠান্ডুর মা গোলাপী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন।

 

আইএনবি/বিভূঁইয়া