দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩৫ মৃত্যু, শনাক্ত ২৪২৩

আইএনবি নিউজ:দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার (৪ জুন) জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭৮১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৭৫৬৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ। মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৬ জন নারী।

ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৯ জন, সিলেট ২ জন, রাজশাহী ১ জন, বরিশালে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন।এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২২ জন, বাড়িতে ১২ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন।

তিনি জানান, বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১৩৭৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২৬৯৪ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।

আইএনবি/বি. ভূঁইয়া