ঢাকা-চট্টগ্রাম রোডের সাইনবোর্ড মোড়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)

এমডি বাবুল ভূঁইয়া: করোনায় কর্মহীন হয়ে পরা পরিবহন শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

গতকাল (২৩মে) শনিবার দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে রাস্তা অবরোধ করে খাবারের দাবীতে বিক্ষোভ করেন। তাতে চতুর্মুখি যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের বলছেন, পরিবহন চলাচলের সময় লাখ লাখ তাদের কল্যানের কথা বলে প্রতিদিন চাঁদা নিয়েছে পরিবহন নেতারা। কিন্তু আজকে করোনার দুর্যোগে কোন নেতাই তাদের পাশে নেই।

একজন শ্রমিক বলেন, গাড়ি চালানোর সময় চাঁদা না দিলে রাস্তায় চলতে দিতনা। তখন আমাদের ভবিষ্যতের জন্য ফান্ড করছে। আজকে করোনা ভাইরাস আমাদের বুঝিয়ে দিল এই গুলো তাদের মিথ্যা নাটক আর অভিনয় ছিল। মূলত তারা হল চাঁদাবাজ।

শ্রমিকদের রাস্তা অবরোধ করে রাখার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাশসক ঘটনাস্থলে এসে শ্রমিকদের সব কথা শুনে উনি ব্যাক্তিগত কিছু শ্রমিকদের চাল-ডাল দেন। এবং শ্রমিক নেতাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তোলে নেন।

আইএনবি/বি.ভূঁইয়া