ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের চাপ থাকলেও যানজট নেই

আইএনবি ডেস্ক:: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে মহাসড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন।

এদিকে, সোমবার সব পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গতকাল রাত থেকেই মহাসড়কে যাত্রীদের ঢল নামে। যানবাহন পেতে যাত্রীদের কোনো দুর্ভোগের শিকার হতে না হলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রী।

এক যাত্রী বলেন, গতবারের চেয়ে এবার মহাসড়কের পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। তবে বেশি ভাড়া আদায় করার বিষয়ে কর্তৃপক্ষ নজরদারি করলে আমরা উপকৃত হতাম।

আরেক যাত্রী বলেন, ফেনী যাওয়ার উদ্দেশে বের হয়েছি। টিকিট পেতে কোনো সমস্যায় পড়তে না হলেও বাসের জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে। বাস পেয়ে গেলে আশা করি স্বাচ্ছন্দ্যে গ্রামে যেতে পারবো।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কে যাত্রীদের চাপ বাড়লেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, ঘরেফেরা মানুষের এবারের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ হবে।

আইএনবি/বিভূঁইয়া