ডিএনসিসি এর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত

আইএনবি নিউজঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর গাবতলীতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও মো. সাজিদ আনোয়ার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। তারা জানান, ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

অভিযানকালে গাবতলী পশু হাট এবং তুরাগ নদীর পাশের প্রায় ৫০টি কয়লা, ইট, বালু ইত্যাদির আড়ৎ এবং প্রায় ১০০টি টং দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া গাবতলী পশুরহাট ও তুরাগ নদীর তীরের মধ্যবর্তী এলাকায় ডিএনসিসির প্রায় ১১ একর জায়গা অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।

উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া