ট্যাঙ্ক লরিতে থাকা গরম পিচে দগ্ধ ৩

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে মোজাহার কোম্পানির ঢাকনা বিহীন ট্যাঙ্ক লরিতে থাকা গরম পিচে দগ্ধ হয়ে তিন মোটরসাইকেল আরোহী এখন মৃত্যু শয্যায়।

বেনাপোল পৌর এলাকার যশোর-বেনাপোল মহাসড়কের সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তালশারী নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের বাবু মেম্বারের ছেলে সাকিব (২৩), একই গ্রামের চাঁদ মিয়ার ছেলে মিরাজ বিশ্বাস(২৫) ও নামাজ গ্রামের কামরুল ইসলামের ছেলে রাব্বি(২২)।

আহত শাকিবের বাবা বাবু মেম্বার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আহত তিন যুবক মোটরসাইকেলে শার্শা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় বেনাপোল তালশারী মিলন পাম্পের কাছে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পিচ বোঝাই ট্যাঙ্কলরির ঢাকনা খোলা থাকায় গরম পিচ চলন্ত গাড়ি থেকে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর দগ্ধ হন তিনজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বেনাপোল সুরক্ষা ক্লিনিকে নিয়ে আসেন এবং এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে।

স্থানীয় চিকিৎসক মিন্টু জানান, আহতদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

আইএনবি/বিভূঁইয়া