ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি: কঠোর লকডাউনের পঞ্চম দিনে ঝালকাঠি জেলা প্রশাসন ও পুলিশের নজরদারি কড়াকড়ি রয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে বাঁশ বেঁধে দিয়েছে পুলিশ। এছাড়াও মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে মুভমেন্ট পাস আছে কিনা তা তল্লাশী করছে।

যানবাহন ও পথচারীদের রাস্তায় বের হওয়ার সঠিক কারণ বলতে না পারলে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল থেকে শহরে টহল দিচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য জানিয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া