ছেলেকে খুন করে বাবার আত্মহত্যা

আইএনবি ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে মশিউর রহমান ও তার ছেলে কলেজছাত্র সাদাবের লাশ উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এই মামলায় বাদী হচ্ছেন নিহত মশিউর রহমানের স্ত্রী মজিদা খাতুন ডলি।

সোমবার (৮ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার সন্ধ্যার পরে মোল্লাপাড়া একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে বাবা-ছেলে লাশ উদ্ধারের ঘটনায় মশিউরের স্ত্রী মজিদা খাতুন ডলি নিজে বাদী হয়ে থানায় দুটি মামলা করেন। একটি হচ্ছে হত্যা মামলা অপরটি হচ্ছে অপমৃত্যু মামলা।

ওসি বলেন, ঘটনার প্রাথমিক বিশ্লেষণ করে জানা যায়, মশিউর তার নিজের সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন। এই কারণেই একটি অপমৃত্যু মামলা ও একটি হত্যা মামলা হয়েছে। হত্যা মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। ঘটনার সময় মশিউর তার আরেক সন্তান স্কুলছাত্রী সিনথিয়াকে হত্যার চেষ্টা করেছিল। সিনথিয়া বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গ থেকে একটি সূত্র জানায়, দুপুরের দিকে বাবা-ছেলের উভয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে বিকালের দিকে মর্গ থেকে দুইজনের লাশ স্বজনরা বুঝে নেয়।

 

আইএনবি/বিভূঁইয়া