‘ঘুড্ডি’ সিনেমার সিক্যুয়েল ৪০ বছর পর আসছে

বিনোদন ডেস্ক: ক্লাসিক সিনেমা ‘ঘুড্ডি’ মুক্তি পেয়েছিল ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর। সৈয়দ সালাহউদ্দীন জাকি পরিচালিত সিনেমাটির সিক্যুয়েল আসছে ৪০ বছর পর। প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ক্রান্তিকাল’। সিক্যুয়েলটিও পরিচালনা করবেন সৈয়দ সালাহউদ্দীন জাকি। সম্প্রতি এক ঘরোয়া সংবাদ সম্মেলনে এই সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা।

সৈয়দ সালাহউদ্দীন জাকি জানিয়েছেন, ‘ঘুড্ডি’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এটা নির্মাণ করতে চাই। আশির দশক থেকে বর্তমান সময়টা আমার সিনেমায় ধরতে চাই। এ কারণে সময়টাকে কেন্দ্র করেই সিনেমার প্রাথমিক নাম নির্ধারণ করেছি ‘ক্রান্তিকাল’। নাম চেঞ্জও হতে পারে। তবে যদ্দুর সম্ভব এই নামটাই থেকে যেতে পারে। বাকিটা পরে দেখা যাবে। নায়ক-নায়িকা হিসেবে নতুনদের প্রাধান্য দেওয়া হবে। এজন্য অডিশনের আয়োজনও হবে। দুই তিন মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে।

আইএনবি/বিভূঁইয়া