কৃষকের ধান কেটে বাড়ি পৌছে  দিচ্ছে মৎস্য জীবি লীগ

 

নিজস্ব প্রতিবেদক

মরণ ঘাতক করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যার কারণে শ্রমিক এবং পরিবহণ সংকটে চলতি বোরো মৌসুমে ক্ষেতের পাকা ধান বিপাকে পড়েছেন কৃষকরা । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে সরকারি দলের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে খাদ্য সামগ্রি বিতরণের পাশাপাশি এবার অসহায় কৃষকের  ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছে আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন আওয়ামী মৎস্যজীবি লীগ।

মৎস্যজীবী  লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি  ছাইদুর রহমান সাঈদ এবং সাধারণ সম্পাদক শেখ  আজগর  নস্করের নির্দেশে গত কয়েক দিন ধরে কৃষকের জমির  ধান কেটে  বাড়ি  পৌঁছে  দিচ্ছে   বাগেরহাট  জেলা  আওয়ামী  মৎস্যজীবী  লীগ।

বাগেরহাট জেলা  আওয়ামী  মৎস্যজীবী  লীগের  সভাপতি  আবদুস  সবুর  শেখ,  সাধারণ সম্পাদক  সেলিনা বানু  বাগেরহাট  সদর উপজেলার  সভাপতি  জাকির হোসেন,  বাগেরহাট  পৌর সভাপতি  শিশির  সাহা, সাধারণ সম্পাদক  অশোক  রায়  ও মনি সংকর,  কচুয়া উপজেলার  সভাপতি  রিপন সিকদার,সাধারণ সম্পাদক  মওলা বেপারি  সাংগঠনিক সম্পাদক  রুহুল  শেখ ধান কাটায় অংশ নিচ্ছেন।

জানতে চাইলে মৎস্যজীবী  লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ  আজগর  নস্কর বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরু পর থেকেই নেত্রীর ( প্রধানমন্ত্রী) নির্দেশে মৎস্যজীবী  লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। ঢাকা ও জেলা-উপজেলা পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রি বিতরণ করা হচ্ছে । নেত্রীর নির্দেশের পর এখন সারাদেশের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে। এসময় বাগেরহাট জেলা নেতৃবৃন্দকে ধান কাটায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।