কর্মহীন মানুষদের ইফতার সামগ্রী দিচ্ছে ছাত্রলীগ নেতা সিফান

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। করোনা ভাইরাসের জন্য এবারের রমজানে অসহায় হয়ে পড়েছে মানুষ।
শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের ইফতার সামগ্রি নিয়ে এগিয়ে এসেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষে উপ দপ্তর সম্পাদক সৈয়দ নূর সিফান। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নির্দেশনায় সিফান তার নিজ অর্থায়নে সবুজবাগ থানার বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন। এ সময় তার সাথে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিফান বলেন, করোনা ভাইরাসের ফলে শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষদের জীবনব্যবস্থা অনেক কঠিন হয়ে পড়েছে। আমরা এই সব মানুষের পবিত্র রামজানে ইফতার সামগ্রী বিতরনের কর্মসুচী হাতে নিয়েছি। যেকোনো দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে আছে। আমরা গত দুইমাস যাবত স্যানিটাইজার, মাস্কসহ খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং সাধারণ জনগণের মধ্যে করোনা ভাইরাসের সচেতনতা বৃদ্ধির প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মহান আল্লাহর অশেষ রহমতে এবং জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপে অচিরেই আমরা আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো।