করোনা ভাইরাসের ছোবলে সারা বিশ্ব জুড়ে আজ মৃত্যুর মিছিল

এমডি বাবুল ভূঁইয়া: সম্প্রতি প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাসের ছোবলে সারা বিশ্ব জুড়ে মৃত্যুর মিছিলে পরিনতি হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ভয়ে আতংকে কেটে যাচ্ছে আমাদের দিন। তবুও দায়িত্ব পালনে, দেশ মাতৃকার সেবায় থেমে নেই জীবন। প্রতিনয়ত ছুটে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। যদি বর্তমান সময়ে অভিনেতার জন্য কোন অস্কার কিংবা জাতীয় পুরস্কার দেয়া হত তাহলে বোধ হয় আমাদের অনেকেই এই পুরস্কারের জন্য মনোনিত হত। ব্যাপারটা হাস্যকর মনে হলেও এটাই সত্যি। আমরা অভিনয় করে যাচ্ছি নিজের সাথে, পরিবারের মানুষগুলোর সাথে। অন্তরে কষ্টকে পাথরে চাপা দিয়ে দিব্যি হাসি মুখে বৃদ্ধ বাবা মাকে বলে যাচ্ছি” তোমার ছেলে ভাল আছে, সব সময় সতর্ক থাকে, খালি খালি চিন্তা কর, এখন নিজের জন্য একটু ভাব”। অতপর মায়ের দীর্ঘশ্বাস ফেলা, কলিজার টুকরা ছেলেকে আল্লাহ্ এর হেফাজতে তুলে দেয়া। আর আমরা বিনিময়ে মৃত্যুকে আলিঙ্গন করে যাচ্ছি। তার ধারাবহিকতায় মাহমুদ হোমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ মাহমুদ জনস্বার্থে, জনসচেতনা মূলক একটি কবিতা তোলে ধরেছেন-

-‘‘স্বাস্থ্য বিধি”-

চারিদিকে আজ মৃত্যুর মিছিল,
ঘরে থাকাও দায়।
কাজের খোঁজে বাহিরে জনতা,
মৃত্যুকে নাহি ভয় পায়।

মানতে হবে স্বাস্থ্য বিধি,
বাঁচাতে হবে জীবন।
কাজের খোঁজে বাহিরে গেলে,
ভয়ে থাকে স্বজন।

মাস্ক পড়বো, গ্লাবস্ পড়বো,
হাঁচি কাশিতে রুমাল ধরবো।
বাসায় ফিরে গোছল করে,
গরম পানি খাব।

স্বাস্থ্য বিধি মানবে যাঁরা,
সুখে শান্তিতে থাকবে তারা।
আমার ভুলে, আমার স্বজন,
কষ্ট কেন পাবে?

আল্লাহ তুমি দয়া কর,
আমাদের রিজিক সহজ কর।
হায়াত যত দিন আছে,
সুস্থ রাখ মোদের।

নামাজ পড়বো, কুরআন পড়বো,
নিজের জীবন ভালো বাসবো।
আল্লাহ তুমি সাথে থেকো,
এইতো চাওয়া মোদের।

আইএনবি/সম্পাদনা- বি.ভূঁইয়া