কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ২ কেজি ক্রিস্টাল মেথসহ একজনকে আটক করেছে বিজিবি।

আটক ছাইন মং থোয়াই মার্মা (১৮) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যপাড়ার মংছাইন মার্মার ছেলে।

বিজিবি রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ছৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান বিজিবির মরিচ্যা যৌথ তল্লাশি চৌকি অতিক্রম করবে। এ খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা তল্লাশি জোরদার করে। একপর্যায়ে কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশা সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে বিজিবির সদস্যরা গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে যাত্রীর বেশে থাকা এক যুবকের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। সেসময় যুবকের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগের ভেতর ২ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। আটক যুবকের বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া