চট্টগ্রাম বন্দরের ভেতর মদের চালান আটক

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে বের হয়ে যাওয়া মদের দুটি বড় চালান নারায়ণগঞ্জ থেকে জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস।

শনিবার (২৩ জুলাই) চালান দুটি জব্দ করা হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইফুল।

তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম কাস্টমস গোপন সংবাদে জানতে পারে মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে। পরে এআইআর টিম অনুসন্ধান করে জানতে পারে সন্ধ্যা সাড়ে ৬টার সময় চালান দুটি বন্দর থেকে বের হয়ে গেছে।

পরে ট্রেইলার নম্বর ট্র্যাক করে গোয়েন্দা সংস্থা, র‌্যাব, হাইওয়ে পুলিশের সহায়তার চালান দুটি নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে জব্দ করা হয়। বর্তমানে সেখানে ইনভেন্টরি চলমান। পরে বিস্তারিত জানানো হবে।

ডেপুটি কমিশনার বলেন, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। চালান দুটি আটকানোর মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়েছে

আইএনবি/বিভূঁইয়া