আব্দুল মান্নান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব

আইএনবি নিউজ: সরকার পরিবর্তন এনেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান সচিব আসাদুল ইসলামকে সরিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়েছে। অন্যদিকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল মান্নান। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।বাংলা ট্রিবিউন

আব্দুল মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ছিলেন। সরকারের আস্থাভাজন এই কর্মকর্তাই এখন স্বাস্থ্যখাতে করোনা ভাইরাসের চ্যালেঞ্জ সামলাবেন। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।বাংলা নিউজ

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব আব্দুল মান্নান বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা। তিনি চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পান।জাগো নিউজ

আইএনবি/বি. ভূঁইয়া