আগের স্ত্রী অমৃতাকে চিঠি লেখেন সাইফ

বিনোদন ডেস্ক:করিনা কাপুরের সঙ্গে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন সাইফ আলি খান। কাপুর-কন্যার সঙ্গে বিয়ের দিন সাবেক স্ত্রী অমৃতাকে একটি চিঠি লেখেন সাইফ।

করন জোহরের শো কফি উইফ করনে হাজির হয়ে সাইফ আলি খান জানান, কারিনার সঙ্গে বিয়ের দিন অমৃতাকে একটি চিঠি লেখেন তিনি। শুধু তাই নয়, অমৃতাকে যে চিঠি সাইফ লেখেন, তা সবার প্রথমে করিনাকেই পড়ান।

এসবের পাশাপাশি সাইফ আরও জানান, অমৃতাকে যাতে বিয়ের দিন সাইফ চিঠি লেখেন, সে বিষয়ে কারিনাই তাকে জোরাজুরি করেন।

এদিকে, সাইফ যেমন দ্বিতীয় বিয়ের দিন অমৃতাকে চিঠি লেখেন, তেমনি সারাকেও তার আব্বার বিয়েতে পাঠান ছোট নবাবের প্রথম পক্ষের স্ত্রী। আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা আনারকলি পরিয়ে সারাকে সাইফ-কারিনার বিয়ের আসরে পাঠান অমৃতা।

আইএনবি/বিভূঁইয়া