অনলাইনে চাকরির প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-৪

আইএনবি নিউজ: চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বুধবার এ তথ্য জানিয়েছেন।

সুমিনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরের মেট্রোপলিটন শপিং প্লাজার ন্যাশনাল কম্পিউটার নামে একটি দোকান থেকে তাদের আটক করা হয়। অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চাকরি দেয়ার নামে প্রতারক চক্রের সদস্য তারা।

গ্রেপ্তাররা হলেন- আনিসুর রহমান, জহিরুল ইসলাম, শামসুল হুদা ওরফে ননাই ও হান্নান ওরফে ইমন। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আইএনবি/বিভূঁইয়া