অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

রংপুর প্রতিনিধি:গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন । এ ঘটনায় তিনি নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের মডার্ন মোড় থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।

তাজহাট থানা পুলিশ জানায়, বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন আজিজার রহমান। পথিমধ্যে বাসের ভেতরে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পুলিশ জানায়, অজ্ঞান অবস্থায় তাকে রংপুরের মডার্ন মোড়ে নামিয়ে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে তিনি মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে নিজ এলাকায় বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় পুলিশ মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আতাউর রহমান আরও বলেন, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ হয়েছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আজিজার রহমানকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।

আইএনবি/বিভঁইয়া