খুলনা প্রতিনিধি: যৌথ বাহিনীর অভিযানে খুলনায় মহানগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী সজিব ইসলামসহ (৩২) ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার নগরীর চাঁনমারি ও রূপসা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। নৌবাহিনীর খুলনার দায়িত্বপ্রাপ্ত লে. কমান্ডার সামওয়েল আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত সজিব ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলীর ছেলে। তার ছোট ভাই আশিক ইসলাম নগরীর ভয়ংকর কিশোর গ্যাং আশিক গ্রুপের প্রধান। তবে অভিযানে তাকে গ্রেফতার করা যায়নি। অভিযানে উদ্ধার করা হয় ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও ১টি রাম দা।
গ্রেফতারকৃত অন্যরা হলো- ফয়েজ রাব্বী (২৯), ইয়াকুব মোল্লা (৪২), জিয়ারুল ইসলাম নিরব (২১) ও জামিলা বেগম (৩৮)।
আইএনবি/বিভূঁইয়া