কক্সবাজারে পুলিশি অভিযানে গ্রেপ্তার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ দুই নেতা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৫ অক্টোবর) মধ্যরাতে ঈদগাঁও উপজেলার পৃথক স্থানে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারক্রতরা হলেন ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নুরুল হক সওদাগরের ছেলে মন্জুর আলম ওরফে মন্জুর দাদা (৫২), এবং অপরজন হলেন ইউনিয়ন যুবলীগ নেতা ও ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার বাসিন্দা আলতাজ আহমদের ছেলে আরাফাতুর রহমান (২২)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, রাতে ইসলামপুর ও ঈদগাঁওতে পৃথক অভিযান চালিয়ে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে পৃথক অভিযানে ঈদগাঁও থানা পুলিশ আরও ৯ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এখন পর্যন্ত নাশকতা মামলায় ১১৮ জন গ্রেপ্তার হয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া