হাসপাতালে হামলায় মা-শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:ইউক্রেনের মারিওপোলে মাতৃ ও শিশু হাসপাতালে রুশ গোলাবর্ষণের ঘটনায় এক অন্তঃসত্তা নারী মারা গেছেন বলে মার্কিন সংবাদ সংস্থা এপির বরাতে খবর দিয়েছি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভিডিও ও ছবিতে দেখা যায়, গত বুধবার হামলার পর ওই নারীকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্মীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ছবিগুলোর মধ্যে এটি অন্যতম হৃদয় বিদারক চিত্র হয়ে থাকলো।

খবরে জানানো হয়, হামলায় মা আহতে হলে জরুরিভাবে সিজার করে তার বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। তবে মা ও নবজাতক কাউকেই বাঁচানো যায়নি।
যদিও রাশিয়া মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালানোর ঘটনা বারবারই অস্বীকার করে আসছে। উল্টো মস্কোর দাবি, সাবেক ওই হাসপাতালটি বর্তমানে সামরিক কাজে ব্যবহার করছিলো ইউক্রেন। তবে ইউক্রেন বলছে, মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া।

সূত্র: বিবিসি, এপি

 

আইএনবি/বিভূঁইয়া