হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মো. সুমন চৌধুরী নামে এক প্রতারক রোগীদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারণার অভিযোগে তাকে আটক করেছে চমেক হাসপাতাল ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার দুপুরে মনোয়ারা বেগম নামের এক মহিলার সাথে প্রতারণা করার সময় চমেক হাসপাতাল থেকে আটক করা হয় তাকে।

আটক সুমন ফেনী জেলার সদর থানার মাষ্টার পাড়া চৌধুরী বাড়ির মৃত সেলিম চৌধুরীর ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মো.আবদুল হক নামের এক প্রতিবন্ধীর অসুস্থ স্ত্রী লায়লা বেগম চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন। ১৩ অক্টোবর ওই প্রতারক পরীক্ষা করানোর কথা বলে প্রতিবন্ধী আবদুল হককে সিএসসিআরে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আবদুল হক ১৫ অক্টোবর চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।

তার অসহায়ত্বের সময় এগিয়ে আসেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইঁয়া। সিসিটিভি ফুটেজ দেখে প্রতারককে খুঁজে বের করার জন্য চমেকে অভিযান চালান।।

পাশাপাশি আবদুল হকের স্ত্রী লায়লা বেগমের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেন ফাড়িঁর ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া। ১৭ অক্টোবর অপারেশনের যাবতীয় ঔষধসহ দুই ব্যাগ রক্তও ব্যবস্থা করে দেন তিনি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, রোগীদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রতারণার অভিযোগে মো.সুমন চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে তাকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া