হামলার প্রতিবাদ, রাবি শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দিয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে । আজ রবিবার সকাল বিক্ষোভের এই ডাক দেন তারা।

সকাল ১০টায় এই মিছিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হবে বিক্ষোভ।

রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হবে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।’

গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় স্থানীয় কয়েকটি দোকান ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

আই্নবে/বিভূঁইয়া