সু চি ও মিন্ট আদালতে উপস্থিত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমারের ক্ষমতাচ্যুত ডি ফ্যাক্ট নেত্রী স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্ট দেশটির একটি আদালতে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নেপিদোর একটি আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হন তারা।
খবর মিয়ানমার নাউ।

এর আগে সু চির আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছিল- শুনানি আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট মিন্টসহ কয়েকশত সংসদ সদস্যকে আটক করে সামরিক শাসন জারি করে দেশটির সেনাবাহিনী।

গত ১০ দিন ধরে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে দেমটির সাধারন জনগণ। লোকজন অং সান সুচিসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি দাাবি করছেন। পাশাপাশি তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া