বিনোদন ডেস্ক: রোববার (১ মার্চ) দিনগত রাত ৩টায় বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেলিম আশরাফের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আলম আরা মিনু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টে লেখেন, অদির বাবা বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।
সেলিম আশরাফ গত কয়েক বছর ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২৩ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেন। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
আইএনবি/বিভূঁইয়া