সিরিয়ায় ঢুকছে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) পুরনো ঘাঁটি রাক্কায় ঢুকে পড়েছে । সেখান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর সেই শূন্যস্থান পূরণ করেছে রাশিয়ার সেনারা। রাক্কায় রুশ সেনারা মানবিক ত্রাণ বিতরণ করছে এবং সামরিক ডাক্তাররা অধিবাসীদেরকে চিকিৎসা সহায়তা দিচ্ছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেজরা টিভি চ্যানেলের ফুটেজে রুশ সেনাদের সিরিয়ার শিশুদের সঙ্গে হাত মেলাতে এবং ‘রাশিয়া তোমাদের পাশে আছে’ স্লোগানে ট্রাক থেকে মানবিক ত্রাণ নামাতে দেখা গেছে। জানা গেছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের মিত্র হিসেবে লড়ছে রাশিয়া।

দুই বছর আগে সিরিয়ার এই অঞ্চলে আইএসের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র ও তাদের কুর্দি মিত্রবাহিনী বড় ধরণের জয় পায়। এসময় তারা রাক্কা দখল করে নেয়। কিন্তু গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ সেখান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়। এর পর দ্রুত ওই জায়গায় অগ্রসর হয় রাশিয়া। সূত্র : রয়টার্স।

আইএনবি/বিভূঁইয়া