সিরিজ হারলো বাংলাদেশ,ভারত নারী দলের কাছে

ক্রিড়া ডেস্কঃ
বাংলাদেশ নারী দল ভারত নারী ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে ছিলো । লাল-সবুজবাহিনীদের দ্বিতীয় ম্যাচটি ছিলো সিরিজে ফেরার। কিন্তু সেই ম্যাচেও ৬৮ রানে হেরেছে।

রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ২৪ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান তোলে তারা। সর্বোচ্চ ৩২ রান আসে ইয়াসতিয়াকা ভাটিয়ার ব্যাট থেকে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২৪ ওভারে ৮ উইকেটে ৬৫ রান তোলে । সর্বোচ্চ ২৫ রান করেন ঋতু মনি। এ ছাড়া সোবহানা মোস্তারি এবং নুজহাত টুম্পা কেবল দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। সোবহানা ১৩ এবং নুজহাত ১২ রান করেন।

সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর।

আইএনবি/বিভূঁইয়া