সাকিবের নেতৃত্বে যেমন হলো এশিয়া কাপের দল

ক্রীড়া প্রতিবেদক

৩০ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আর সেই আসরকে সামনে রেখে সাকিব আল হাসানকে অধিনায়ক করে গত শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যের দলে অবশ্য জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের, তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজীদ হাসান তামিম।

ঘোষিত দলে ওপেনার হিসেবে রয়েছেন লিটন দাস, নাঈম শেখ, তানজীদ তামিম। টপ অর্ডারে থাকছেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। এছাড়া মিডল অর্ডারে সামলাবেন তাওহীদ হৃদয়-মুশফিকুর রহিম-আফিফ হোসেনরা। ২ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন শেখ মেহেদীও। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদরাও রয়েছেন এই দলে। দলে আছেন পাঁচ পেসার।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।

অতিরিক্ত তিন ক্রিকেটার হলেন : তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম এবং সাইফ হাসান।

এনএ/জেডএইচ