সাংহাইয়ে কঠোর লকডাউন কার্যকর করা হচ্ছে

আর্ন্তজাতিক ডেস্ক: সাংহাইয়ে করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় রেখে জনসংখ্যার চলাচল সীমিত করতে বেড়া দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, সেখানে ভবনের বাসিন্দাদের বাইরে বের হতে না দিতে সবুজ বেড়া দিচ্ছে সরকার।

সাংহাইয়ের একজন বাসিন্দা বিবিসিকে বলেছেন, তিন দিন আগে কোনো ব্যাখ্যা ছাড়াই তার ভবনের বাইরে সবুজ বেড়া দিয়ে গেছে সরকারি কর্তৃপক্ষ।

সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে কঠিন সময় পার করছে।করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সেখানকার বাসিন্দাদের লকডাউনে রাখা হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত কয়েকদিনে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ওইসব ছবিতে দেখা যায়, হাজমত স্যুট পরে শ্রমিকরা নগরীর আবাসিক এলাকার প্রবেশদ্বার সীল করে দিচ্ছে এবং সবুজ বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে।

সবুজ ওই বেড়াগুলো প্রায় দুই মিটার লম্বা। যেখানে অন্তত একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, সেই ব্যক্তির আবাসিক ভবনের প্রবেশদ্বারে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে।

অন্যরা করোনা আক্রান্ত হোক কিংবা না হোক, করোনা সংক্রমণ ধরা পড়া ভবনের কেউ বাইরে পা রাখতে পারবে না। বিষয়টি নিশ্চিত করতেই বেড়া দিয়ে দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ার জেরে গণহারে পরীক্ষা শুরু করেছে চীনের রাজধানী বেইজিং। বেইজিংয়ের চাওয়াং জেলায় সপ্তাহান্তে ২৬ জন করোনায় আক্রান্তের খবর এসেছে। সাম্প্রতিক সংক্রমণ বেড়ে যাওয়ায় এটি সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

রাজধানী শহরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পর্যাপ্ত খাদ্য সরবরাহের সরকারি আশ্বাস থাকা সত্ত্বেও সুপারমার্কেট ও দোকানের বাইরে দীর্ঘ সারি দেখা গেছে। সেখানকার বাসিন্দাদের আশঙ্কা, সাংহাইয়ের মতো পরিস্থিতির মধ্য দিয়ে বেইজিং যেতে পারে।

বিবিসি জানিয়েছে, বেইজিংয়ের বৃহত্তম জেলা চাওয়াং-এর ৩৫ লাখ মানুষ তিন দফা গণহারে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। শহরটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক নোটিশে এমন তথ্যই দিয়েছে।
সূত্র: বিবিসি।

 

আইএনবি/বিভূঁইয়া