সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অর্জন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোয়ালিফায়ায়ের নয়, সুযোগ পেল সরাসরি খেলার। গতকাল অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্টইন্ডিজের হারের সুফলই পেল মাহমুদ উল্লাহর দল। সে সঙ্গে সরাসরি সুপার টুয়েলভ খেলা নিশ্চিত হয়েছে আফগানিস্তানেরও।

সেই ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে বাংলাদেশকে খেলতে হয়েছে কোয়ালিফায়ারে। বাছাই পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে চারবার। কিন্তু পরের রাউন্ডে রীতিমতো ভরাডুবি, জেতা হয়নি কোনো ম্যাচ। এবারও ভাঙেনি বৃত্তটা। সুপার টুয়েলভে হারতে হয়েছে টানা পাঁচ ম্যাচ। ফল যত হতাশারই হোক, টুর্নামেন্টের শেষ দিকে এসে দারুণ সুখবর পেল বাংলাদেশ। আইসিসির নতুন নিয়মে প্রথমবার সরাসরি বাংলাদেশ পেল সুপার টুয়েলভে খেলার সুযোগ।

করোনার কারণে সময় কম থাকায় আইসিসি নিয়ম করেছে, সুপার টুয়েলভের সব দল জায়গা পাবে আগামী বিশ্বকাপে। আর সরাসরি সুপার টুয়েলভ খেলবে ফাইনালের দুই দল। তাদের সঙ্গী হবে র্যাংকিংয়ের শীর্ষে থাকা আরো ছয় দল। র্যাংকিংয়ের এই সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত।

 

আইএনবি/বিভূঁইয়া