রাশিয়ার বিখ্যাত রণতরীতে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের প্রধান রণতরী মস্কোভায় বিষ্ফোরণ ঘটে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে রাশিয়া বলেছে, জাহাজটিতে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে। তবে ইউক্রেন এর আগে দাবি করেছিল, তাদের ছোড়া রকেট মস্কোভায় আঘাত হেনেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের গোলাবারুদের মজুদ বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়।

রুশ মিডিয়ার খবরে বলা হয়েছে, সব নাবিককে আগেই সরিয়ে নেওয়া হয়েছে।
রুশ কর্তৃপক্ষ বলেছে, মস্কোভায় আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এর আগে বুধবার ওডেসার গভর্নর বলেছিলেন, জাহাজটিতে ইউক্রেনীয় রকেট আঘাত হেনেছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়া জাহাজে থাকা আনুমানিক ৫১০ জন ক্রু সদস্যকে উদ্ধার করতে প্রাণপন চেষ্টা করছে।

মস্কোভা যুদ্ধজাহাজ যুদ্ধের প্রথম দিকে পরিচিতি লাভ করেছিল। এ জাহাজটিতে থাকা রুশ সেনারাই ইউক্রেনের ‘সর্প দ্বীপে’ মোতায়েন ইউক্রেনীয় রক্ষীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল। ইউক্রেনীয় সেনারা রুশ আহ্বান প্রত্যাখ্যান করে বলেছিল, ‘নরকে যাও’।

শেষ পর্যন্ত তাদের সবাইকে বন্দি করা হয়। তবে প্রাথমিক খবরে ভুলভাবে বলা হয়েছিল, রুশ সেনারা বোমা মেরে তাদেরসহ ছোট দ্বীপটি গুড়িয়ে দেয়। পরে ওই ইউক্রেনীয় সেনাদের জীবিত পাওয়া যায়।
সূত্র: বিবিসি

আইএনবি/বিভূঁইয়া