রাজারহাটে নিখোঁজের ৯ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে নৌকা ডুবিতে নিখোঁজের ৯ দিন পর জান্নাতুল আঁখি নামের এক শিশুর মরদেহ ভেসে উঠেছে। আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের জাহেদুল হকের কন্যা। সে খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার ১৫ অক্টোবর সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ঘটনাস্থলের এক কিলোমিটার দুরে তিস্তা নদী থেকে আঁখির মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ৬ অক্টোবর দুপুরে ২০-২৫ জন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী চরে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। প্রায় সব যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও তীব্র স্রোতের কারনে শিশু আঁখি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। কিন্ত ঘটনার ৯ দিন পর ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে শিশুটির অর্ধগলিত লাশ ভেসে উঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে শিশুটির পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে আখিঁর লাশ শনাক্ত করে নিয়ে আসেন।

এ ব্যাপারে রাজারহাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নজরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে থানায় কোন মামালার খবর জানা যায়নি।

আইএনবি/এম এ/ সম্পাদনা-বিভূঁইয়া