যুক্তরাষ্ট্র করোনার মধ্যেই গুয়াম থেকে বোমারু বিমান প্রত্যাহার করলো

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটিতে ১৬ বছর ধরে ৫টি বি-৫২ বোমারু বিমার মোতায়েন রেখেছিলো যুক্তরাষ্ট্র। ফলে শেষ হলো বন্টিনিউয়াস বম্বার প্রেজেন্স বা সিবিপি। এই মিশনের উদ্দেশ্য ছিলো যুক্তরাষ্ট্রের এশিয়ান মিত্রদের নিরাপত্তা প্রদান। সিএনএন, এনবিসি

সিবিপির আওতায় ৬ মাসের রোটেশনে অ্যান্ডারসন বিমান ঘাটিকে বি-৫২, বি-১ ও বি-২ বোমারু বিমান মোতায়েন থাকতো। এগুলো এখনও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রয়োজনে মোতায়েন সম্ভব। তবে গুয়াম থেকে পারস্য মহাসাগরের মতো স্থানে খুব সহজেই কাজ করা সম্ভব।

মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড মুখপাত্র মেজর কেট অ্যাটেনসফ বলেন, ‘যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে আছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আর কৌশলগত বোমারু বিমানের দরকার নেই। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মূলভূমি থেকে উড়াল দিয়ে এগুলো বিশ্বের যে কোনও স্থানে যেতে পারবে।’

আইএনবি/বিভূঁইয়া