যুক্তরাষ্ট্রে লোক নিয়োগ শুরু হওয়ায় মে মাসে বেকারত্বের হার কমেছে ১৩.৩ শতাংশ

আন্তর্জজাতিক ডেস্ক:কোভিড-১৯ শাটডাউনে মার্কিন অর্থনীতিতে আশঙ্কার খবরের পাশাপাশি খাদ্য, নির্মাণ ও স্বাস্থ্য খাতে লোক নিয়োগ শুরু হওয়া পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। বিবিসি

শিক্ষা ও খুচরা খাত মিলে নিয়োগকারীরা মে মাসে মোট আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ লোককে পুনরায় নিয়োগ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে কিছু কঠোর ব্যবস্থা নেয়ার পর তা স্বাভাবিক হতে শুরু করায় এধরনের লোক নিয়োগ সম্ভব হচ্ছে। বেকারত্বের হার ২০ শতাংশে উঠে যাওয়ার পর এধরনের লোক নিয়োগ শুরুর বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ জাস্টিন ওলফার্স বলেন মার্কিন অর্থনীতি এক গভীর খাদে পড়েছিল এবং লোক নিয়োগ শুরু হওয়ায় অন্তত এটুকু বলা যায় যে খাদটি আরো গভীরতর হচ্ছে না।

এধরনের লোক নিয়োগে খুশি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে এর প্রশংসা করে বলেন, ‘ সত্যিই ভাল ও দুর্দান্ত খবর।’

কোভিড শাটডাউনে যুক্তরাষ্ট্রে গত মার্চ ও এপ্রিলে ২১ মিলিয়ন মানুষ কাজ হারালে বেকারত্ব ১৪.৭ শতাংশে উঠে যায়। যা ১৯৩০ সালের মহামন্দের চেয়ে বেশি ছিল। মার্কিন শ্রমমন্ত্রী ইউজেন স্কালিয়া বলছেন পুনরায় লোক নিয়োগ বা অর্থনীতির দ্বার উম্মোচন ধারণার চেয়ে শক্তিশালীভাবেই হচ্ছে।

আইএনবি/বি.ভূঁইয়া