ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় অংশ নিতে পেরে খুব উচ্ছ্বসিত: এলিসা

আন্তর্জাতিক ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৩২ বছর বয়সী মাইক্রো-বায়োলজিস্ট এলিসা গ্রানাটো সোমবার এক টুইট বার্তায় বলেন, আমি ভাল আছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মারা যওয়ার খবরটি জাল নিবন্ধন। দ্য ইন্ডিপেন্ডেন্ট

অপর স্বেচ্ছাসেবী ক্যান্সার গবেষক এডওয়ার্ড ও’নেইলকেও একই সঙ্গে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। পরীক্ষামূলক এই ভ্যাকসিন প্রয়োগ করোনা প্রতিরোধে কতটা কার্যকর, সে রিপোর্টেও অপেক্ষায় রয়েছেন গবেষকরা।

ভ্যাকসিন আবিষ্কার হলেও তার ওপর এখনই পরোপুরি নির্ভর করা যাবে না বলে সতর্ক করেছেন ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাটট্রিক ব্যালান্স। বিবিসি

পরীক্ষামূলক করোনা ভ্যাকসিনের প্রয়োগ করেছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানসহ আরও কয়েকটি দেশে। ভারতের হাইড্রোক্লোরোকুইন কিংবা জাপানের অ্যাভিগান করোনার প্রতিষেধক হিসেবে ভাবা হচ্ছে তবে পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৪৫ জন এবং মারা গেছেন ২১ হাজার ৬৭৮ জন।

আইএনবি/বিভূঁইয়া