ব্রিটেনে লকডাউন শিথিলে সতর্কতা অবলম্বনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: রোববার পররাষ্ট্রমন্ত্রী ডমিকিন রাব এ আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। বিবিসি

বিষয়টি নিয়ে তিনি বিরোধী দল লেবার পার্টির সঙ্গেও আলোচনার আহ্বান জানিয়েছেন। জীবনযাত্রা স্বাভাবিক করতে লকডাউন শিথিল করতে সরকারের ওপর প্রচণ্ডচাপ রয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার থেকে পুরোদমে অফিস করতে পারেন। সে সময় লকডাউন শিথিল করার ঘোষণা আসতে পারে। দ্য ইনডিপেনডেন্ট

২৩ মার্চ থেকে দেশটিতে লকডাউন চলছে। এরই মধ্যে করোনায় মারা গেছে ২০ হাজারের বেশি মানুষ।

সামরিক বাহিনী মোবাইল ইউনিটগুলিতে পৌঁছনো কঠিন অঞ্চলে প্রয়োজনীয় কর্মীদের পরীক্ষা করবে।

লকডাউন শিথিল হলে মানুষ ব্যাপকহারে বাইরে চলাফেরা করবে; যা বিপদ ডেকে আনতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্যকারীদের নিন্দা জানান।

বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনা থেকে সেরে ওঠা ব্যক্তি দ্বিতীয় বার সংক্রমিত হবেন না- এমন প্রমাণ নেই। সিএনএন

আইএনবি/বিভূঁইয়া