বিশ্বব্যাপী মৃতের সংখ্যা গোপন করছে সব দেশই: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে এখন পর্যন্ত সাড়ে ৪ লাখের বেশি মানুষ মারা গেছেন বলে বিভিন্ন মিডিয়ায় যে সরকারি তথ্য প্রকাশ পাচ্ছে সেটি সঠিক নয় বলে দাবি বিবিসির নিজস্ব গবেষণা রিপোর্টের।

অন্তত আরও ১ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে, মৃতের তালিকা থেকে যার বাদ পড়েছে। বিবিসির মতে, দুর্বল ও ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাসহ নানা কারণে এসব মানুষের নাম লিপিবদ্ধ হয়নি।

ব্রিটেনে অন্য বছরের তুলনায় একই সময়ে ৪৩ শতাংশ বেশি মানুষ মারা গেছে। ৬৪ হাজার ৫০০ মানুষ বেশি মারা গেছে স্বাভাবিক সময়ের চেয়ে।

স্পেনে ৫০ শতাংশ মানুষ বেশি মারা গেছে। প্রায় ৪২ হাজার ৯০০ মানুষ বেশি মারা গেছে।

বেলজিয়ামে ৩৭ শতাংশ বেশি মানুষ মারা গেছে। স্বাভাবিকের চেয়ে প্রায় ৮১০০ জন বেশি মানুষ মারা গেছে এই সময়ে।

ইটালিতে মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ বেশি। প্রায় ৪২ হাজার ৯০০ জন ব্যক্তি স্বাভাবিকের চেয়ে বেশি মারা গেছে।

ব্রাজিল, রাশিয়া ইন্দোনেশিয়া, ভারতে ও স্বাভাবিকের তুলনায় ৪৬ শতাংশ মানুষ বেশি মারা গেছে।

আইএনবি/বি.ভূঁইয়া