বরগুনার আমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের আলী হোসেন হাওলাদারের বসতঘরে বুধবার রাত ৮টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে।

বসত ঘরসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন হাওলাদারের বসতঘরের পশ্চিম পাশে ভাড়াটিয়া গার্মেন্টস ব্যবসায়ী মন্টু মিয়ার বারান্দা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত এ আগুন বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় প্রতিবেশীরা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আলী হোসেন হাওলাদার জানান, কান্নাজড়িত কন্ঠে বলেন, আগুন আমার সব শেষ করে দিল, আমি পথের ভিখারী হয়ে গেলাম। অগ্নিকাণ্ডে আমার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

আইএনবি/বিভূঁইয়া