ফ্রান্সে বাস দুর্ঘটনায় ৩৩ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসি সূত্রে জানা যায়, উত্তর ফ্রান্সে প্যারিস থেকে লন্ডনগামী একটি বাস উল্টে যাওয়ায় ৩৩ জন আহত হয়েছেন, এদেরমধ্যে ৪ জনের অবস্থা গুরতর। নয়টি দেশের পর্যটকদের নিয়ে বাসটি যাত্রা করলে রোববার এঘটনা ঘটে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “এ দুর্ঘটনা সহায়তার প্রয়োজন তাদের সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।”

বাসটিতে ফ্রান্সের ১১ জন, যুক্তরাষ্ট্রের ৫ জন, রোমানিয়ার ২ জন এবং স্পেন, অস্ট্রেলিয়া, মরিশাস, জাপান এবং শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ফ্রান্সের স্থানীয় পুলিশ টুইট বার্তায় জানিয়েছেন , তারা ঘটনাস্থলে রাষ্ট্রীয় সকল পরিষেবা প্রেরণ করেছে।

গত মাসে, দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের নারবোন-এর কাছে ফ্লিক্সবাসের আরেক কোচ বিধ্বস্ত হয়েছে, এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আইএনবি/বিভূঁইয়া