ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে কাতারে

ক্রীড়া  ডেস্ক: কাতারে বিশ্বকাপকে ঘিরে নতুন করে সাজানো হচ্ছে লুসাইন সিটিকে। অন্যদিকে এক নজর বিশ্বকাপের ট্রফি দেখতে আগ্রহের কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের।

দিন যাচ্ছে, সময় কমছে। আর অন্য দিকে বাড়ছে বিশ্বকাপের উন্মাদনা। পহেলা নভেম্বর থেকে কাতারে আসতে শুরু করেছে বিভিন্ন দেশের ফুটবল ভক্তরা। বিভিন্ন দেশের পতাকায় ছেয়ে গেছে কাতার। ইতিমধ্যে ২২ তলা বিশিষ্ট রণতরী রাজধানী দোহায় এসে পৌঁছেছে। দেশটিতে এখন চলছে মাসব্যাপী উৎসব। প্রতিদিন লুসাইল সিটিসহ বিভিন্ন শহরে চলছে উৎসবের আমেজ। এই বিশ্বকাপ আসরে শামিল হতে আগ্রহের কমতি নেই প্রবাসী বাংলাদেশিদেরও।

মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশটিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিটি রাস্তাঘাটে উৎসবের আমেজ বিরাজ করছে। এবার ৫টি শহরের ৮টি ভেন্যুতে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে ৩২ দলের লড়াই দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সারাবিশ্বের ফুটবল প্রেমীরা।
সারাবিশ্বের ফুটবল প্রেমীদের চোখ এখন আয়োজক দেশ কাতারের দিকে। চলতি বছরের ২০ নভেম্বর মাঠে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ফুটবল বিশ্বকাপ।

আইএনবি/বিভূঁইয়া