ফিলিপাইনে আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার মাত্রা ছিল ৬ দশমিক ৫। বুধবার মাত্র দু’দিনের মধ্যে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানল। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পে অন্তত ৭ জন নিহত হয়েছে। ডাভও শহর থেকে ৩৭ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এর গভীরতা ছিল ২২ কিলোমিটার। উৎসস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

এর আগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৭ জনের প্রাণহানি ঘটে। এতে অনেক ক্ষয়ক্ষতি ঘটে। এছাড়া চলতি মাসের গোঁড়ার দিকে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ফিলিপাইনে।

আইএনবি/বিভূঁইয়া