প্রধানমন্ত্রী শোক প্রস্তাব আলোচনায় বাকরুদ্ধ হয়ে পড়েন

আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বললেন, বুকে কষ্ট নিয়ে আজ শোক আলোচনায় দাঁড়াতে হলো। একদিনে ২টি মৃত্যু। বড়ই কষ্টের। কষ্ট হচ্ছে বলতে। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। কিছুটা সময় নিয়ে বলেন, আজ বলতে কষ্টই হচ্ছে।

তিনি বলেন, মোহাম্মদ নাসিম একজন রাজনৈতিক নেত হিসেবে অত্যন্ত দক্ষ ছিলেন। তার চলে যাওয়া আওয়ামী লীগের জন্য বড়ই ক্ষতি। গোপালগন্জের রাজনীতিটা শেখ আব্দুল্লাহ সাহেবই করতেন। দেখা শোনা করতেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবসময় ২ জন মানুষ আমাকে সকল কাজে সমর্থন করছেন। অথচ ২ জন একদিনেই চলে গেলেন।

তিনি বলেন, আজকে আমাকে আসতে অনেক বাধা দেওয়া হয়েছে। বলেছে যেয়েন না। আমি বলেছি গুলি, বোমা, গ্রেনেডকে ভয় পাইনি। আজ অদৃশ্য শক্তিকে ভয় করে চলতে হবে। তা হয় না। আজ যে ২ জনকে হারিয়েছি তারা আওয়ামী লীগ পরিবারের আপনজন।

করোনায় দুজনের মৃত্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা এক ধরনের যুদ্ধ। এই সময় আমাদের দুজন হারালাম, যারা সবসময় আমাদের সঙ্গে ছিল। তাদের হারানোটা অত্যন্ত কষ্টকর। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

আইএনবি/বি.ভূঁইয়া