পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার একটি বাসে ঘটা এ বিস্ফোরণে নিহতদের মধ্যে অন্তত ৯ জন চীনা নাগরিক, দুই পাকিস্তানি সেনা ও দুই বেসামরিক নাগরিক রয়েছেন। বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ নাকি বাসে আগে থেকেই রাখা বোমায় এ বিস্ফোরণ ঘটেছে- সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তান পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জেম আনসারি জানান, দুর্ঘটনাস্থল থেকে ৯ জন চীনা নাগরিক, দুই পাকিস্তানি সেনা ও দুই বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

দেশটির সরকারি এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর বাসটি একটি গভীর খাদে পড়ে যায় এবং এতে ক্ষয়ক্ষতি হয়। এখনও একজন চীনা ইঞ্জিনিয়ার এবং একজন সৈনিক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আহতদের উদ্ধারে ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স নিয়োজিত রয়েছে।
সূত্র : রয়টার্স

আইএনবি/বিভূঁইয়া