পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ক্ষমতা গ্রহণের দুই দিন পর অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ব্লিংকেন এই অভিনন্দন জানান বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

গেল রবিবার ১০ এপ্রিল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহবাজ। অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় পাকিস্তানের পার্লামেন্ট।

শাহবাজকে অভিনন্দন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ৭৫ বছর ধরেই যৌথ স্বার্থে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা এই সম্পর্ককে মূল্যায়ন করি। যুক্তরাষ্ট্র নতুন প্রধানমন্ত্রী শাহবাজক শরীফকে অভিনন্দন জানাচ্ছে। আমরা পাকিস্তান সরকারে সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবো। ’
ক্ষমতা নেওয়ার দুই দিন পর শাহবাজ শরীফকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে প্রধানমন্ত্রী হয়েই শাহবাজ পাকিস্তানের জনগণের জন্য বেশ কিছু প্রণোদনা ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে-

• ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপি
• অবসরপ্রাপ্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পেনশনে ১০ শতাংশ বৃদ্ধি (১ এপ্রিল থেকে)
• ইউটিলিটি স্টোরগুলোতে সস্তা গম সরবরাহ করা
• তরুণদের জন্য ল্যাপটপ ও কারিগরি শিক্ষা
• বেনজির কার্ডের পুনঃপ্রবর্তন
• এক লাখ রুপি পর্যন্ত আয় করা কর্মীদের বেতন ১০ শতাংশ বাড়াতে শিল্পপতিদের কাছে অনুরোধ জানিয়েছেন।
সূত্র: জিও নিউজ

আইএনবি/বিভূঁইয়া