নিহত আইএস নেতা বাগদাদির বোন আটক

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর সিরিয়ার শহর আজাজে তুরস্কের নিয়ন্ত্রিত সীমান্ত থেকে সোমবার (৪ নভেম্বর) আভিযান চালিয়ে আইএস’র সাবেক প্রধান নিহত আবু বকর আল-বাগদাদির বোন রাসমিয়া আওয়াদ (৬৫) ও তার স্বামীকে আটক করেছে তুরস্ক।

তুরস্কের এক প্রবীণ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, ‘রাসমিয়ার স্বামী এবং তার ননদকেও জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। আটকের সময় রাসমিয়ার সঙ্গে পাঁচজন শিশুও ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি বাগদাদির বোনের কাছ থেকে আইএস’র অভ্যন্তরীণ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে।’

অক্টোবর মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে আবু বকর আল-বাগদাদিকে লক্ষ্য করে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। এতে আইএস’র এই নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে মার্কিন সৈন্যরা।

এদিকে, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইনে পোস্ট করা একটি অডিওতে বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস। একই সঙ্গে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি দেয় তারা।

আইএনবি/বিভূঁইয়া