নারায়ণগঞ্জে করোনা টেস্ট বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব বন্ধ হয়ে গেছে। কারিগরি ক্রটি এবং টেস্ট কিট সংকটের কারণে জেলার পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তে কিট সংকটে ল্যাবটিতে করোনার কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় কিট সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, দু-একদিনের মধ্যে হয়তো এ সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি বলেন, আমরা সব সময় স্বাস্থ্য বিভাগকে আমাদের কিট মজুত এবং পরীক্ষা সম্পর্কে অবগত রেখেছি। কিট শেষ হওয়ার আগে কিটের জন্য আবেদন করেছি। তারাও পৌঁছে দিতো। তবে এবার কিট সরবরাহে বিলম্ব হচ্ছে। যার ফলে আজ পরীক্ষা করা সম্ভব হয়নি।

আইএনবি/বি.ভূঁইয়া