নবীনগরবাসীর কল্যাণে আত্মনিয়োগ করাই আমার রাজনীতির অন্যতম লক্ষ্য:ব্যারিস্টার জাকির আহাম্মদ

ব্রাহ্মণবাড়িয়া  (নবীনগর) প্রতিনিধি: নবীনগরবাসীর কল্যাণে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।

গত সোমবার কাইতলা  ও মঙ্গলবার বিটঘর ইউনিয়নে কয়েকটি ওয়াজ মাহফিলে এবং দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ মঙ্গলবার বিটঘর পৌঁছার পর নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখান থেকে সিনামাছি গ্রামে মরহুম কফিল উদ্দিন সাহেব সুন্নি মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন।

এর আগে গতকাল সোমবার (৬ ডিসেম্বর ) ২০ নং কাইতলা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় যুব সমাজের উদ্দ্যোগে আয়োজিত ইসলামি সুন্নি ওয়াজ মাহফিলেও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।

মাহফিল সমূহে বয়ান করেন মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি, মাওলানা নজরুল ইসলাম আশেকী ও মাওলানা মনিরুল ইসলাম মুরাদ।

পরে কাইতলা দক্ষিণ বাজারে দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

বৈরি আবহাওয়ার মাঝেও ব্যারিস্টার জাকির আহাম্মদের উপস্থিতিতে সকল নেতা-কর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছাস লক্ষ্য করা যায়।

 

এ সময় উপস্থিত ছিলেন, কাইতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া,আওয়ামীলীগ নেতা কাজী ফেরদৌস,শফিক মেম্বার, দেলোয়ার হোসেন দুলাল,শাহাবুদ্দিন সরকার,বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম,নাছির ডিলার,নান্টু ঘোষ,ব্যাংক কর্মকর্তা আলতাছ উদ্দিন,সুজন বেপারী, মো:মামুন,আশরাফুল ইসলাম প্রমূখ।

 

আইএনবি/বিভূঁইয়া