নড়িয়ায় ফ্রি চিকিৎসা দিচ্ছে মাজেদা হাসপাতাল

শরীয়তপুর প্রতিনিধি
সারাদেশে যখন করোনা ভাইরাজ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে গ্রামগঞ্জের অসুস্থ মানুষ গুলো। সরকারি হাসপাতালে ভয়ে চিকিৎসা নিতে যেতে পারছেন না অনেকে। সেই অসহায় মানুষের কথা চিন্তা করে তিন দিনের জন্য ফ্রী চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ করেছেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবঃ শওকত আলীর ছেলে ডাঃ খালেদ শওকত আলী ও তার সহধর্মিণী ডাঃ তানিয়া খালেদ।

আজ বৃহস্পতিবার ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল শনিবার পর্যন্ত সকাল- সন্ধ্যা নড়িয়া মাজেদা হাসপাতালে এই ফ্রী চিকিৎসা সেবা চলবে।
চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য হাসপাতালের সামনে হাত ধোয়ার পানি এবং সাবানের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে প্রবেশের সময় সকলকে বিনামূল্যে মাস্ক ও দেওয়া হবে। অপেক্ষা করার জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তের মাঝে চেয়ার রাখা আছে। সেই সাথে বিভিন্ন এলাকায় ও যানবাহনে ছিটানো হচ্ছে জীবানুনাশক ঔষধ।

এ বিষয়ে ডাঃ খালেদ শওকত আলী বলেন, এই এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া আমার কর্তব্য। এই দুর্দিনে যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে এই যুদ্ধে অংশগ্রহন করলে, করোনা কে ভয় নয় আমরাই করবো জয়, ইনশাআল্লাহ।