দেশে ফিরেছেন  ৩৩, ৬২৭ জন হাজি, ৯৬ জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে শনিবার ভোর পর্যন্ত ৮৮ টি ফ্লাইটে দেশে ফিরেছেন  ৩৩ হাজার ৬২৭ জনজন হাজি। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ রোববার মারা গেছেন ৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৮৮ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৯টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭২জন পুরুষ ও ২৪জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

এনএ/জেডএ