আইএনবি বিশেষ প্রতিনিধি: সরকারি কোনো কাজের আদেশ থাকা সত্ত্বেও – কেন হইনি এই কাজ? এরকম প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান ঐ সময় আমি তো এখানে ছিলাম না !
বাংলাদেশের যে কোন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ দায়িত্ব পালনের ব্যর্থতা ও প্রশ্নের উত্তর বা জবাব না দিয়ে এড়িয়ে যাওযার মুখস্ত বুলি হলো, ঐ সময় আমি তো এখানে ছিলাম না !
তেমনি ঢাকা জেলার সাভার উপজেলার আমিন বাজার রাজস্ব সার্কেল ভুমির বেগুনবাড়ি হালে ধোবারই মৌজার ১ খতিয়ানের ২১২ নং দাগের ০.৪৬ একর জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামি মুক্তিযোদ্ধা পুত্র ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল ও মাদক সম্রাট হিসেবে পরিচিত সোলায়মান গং।
জেলা প্রশাসক ঢাকা রাজস্ব শাখার স্মারক নং ০৫.৪১.২৬০০.০১২.৩৯.০৫৯.১৬.১৭১১(১০) । মোকদ্দমা নং ১৭৪/২০১৬(উচ্ছেদ), তারিখ – ২৩ জুলাই ২০১৭ এর উচ্ছেদ আদেশ থাকা সত্ত্বেও তৎকালীন আওয়ামি ক্ষমতার চাপে করা হয় নাই উচ্ছেদ!
এ ব্যাপারে ADC (রাজস্ব) জেলা প্রশাসক ঢাকা এর সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে মাসের পর মাস চলে গেলো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি ! পরির্বতন হলেন জেলা প্রশাসক। কিন্তু হয়নি কোন সুরাহা !
(বিস্তারিত পরবর্তি প্রতিবেদনে আসছে..)
আইএনবি/বিভূঁইয়া